ফাতেহ ডেস্ক:
দেশে ফের বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৩১৯ জন। শনাক্তের হার ১৪ দশমিক ৩২ শতাংশ। একই সময়ে করোনায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯ হাজার ১৩৫ জনে। আর শনাক্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৬০ হাজার ৫২৮ জনে।
বৃহস্পতিবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত চার মাস পর দেশে দৈনিক করোনা শনাক্তের সংখ্যা বাড়তে শুরু করলো। এর আগে গত ২৫ ফেব্রুয়ারি এক হাজার ৪০৬ জনের করোনা শনাক্তের তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এরপর সবশেষ বুধবার (২২ জুন) ফের হাজার ছাড়ায় করোনা সংক্রমণ। যা বৃহস্পতিবারও অব্যাহত রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১২৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬ হাজার ২৩২ জন। এছাড়া একই সময়ে দেশে ৯ হাজার ২১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
The post দেশে করোনা শনাক্ত ছাড়ালো ১৪ শতাংশ, একজনের মৃত্যু appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/v83DqWB
No comments:
Post a Comment