Thursday, October 1, 2020

দেশে একদিনে ২১ মৃত্যু, শনাক্ত ১৫০৮

ফাতেহ ডেস্ক:

করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে চব্বিশ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১০৮টি ল্যাবে ১১ হাজার ৪১০ টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়েছে ১ হাজার ৫০৮ জনের শরীরে।

দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর বৃহস্পতিবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ২৭২ জনে।

আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৬৪ হাজার ৯৮৭ জন। এর মধ্যে নতুন করে ১ হাজার ৫৯১ জনসহ মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৭৭ হাজার ৭৮ জন।

দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সবশেষ চব্বিশ ঘণ্টায় মারা যাওয়া ২১ জনের মধ্যে পুরুষ ১৬ ও নারী পাঁচজন। তাদের মধ্যে হাসপাতালে ১৮ ও বাড়িতে তিনজনের মৃত্যু হয়।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

The post দেশে একদিনে ২১ মৃত্যু, শনাক্ত ১৫০৮ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3ilgjn6

No comments:

Post a Comment