সরকারি হিসেবে গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আরও ২৫ জন মারা গেছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৮৮৬ জনে।। গত ২৪ ঘন্টায় দেশে নতুন শনাক্ত রোগী পাওয়া গেছে ১ হাজার ৬৮১ জন। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৪ লাখ ৪ হাজার ৭৬০ জন করোনা রোগী। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৫৪৮ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়াল তিন লাখ ২১ হাজার ২৮১ জনে।
আজ (বৃহস্পতিবার) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানার স্বাক্ষরিত করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১১২টি পরীক্ষাগারে ১৪ হাজার ৪৮টি নমুনা সংগ্রহ ও ১৪ হাজার ২৬৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ২৩ লাখ ১০ হাজার ৫৮৯টি।
এ সময়ে নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১১ দশমিক ৭৮ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৭ দশমিক ৫২ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭৯ দশমিক ৩৮ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ।
এ পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ চার হাজার ৫২৯ জন (৭৭ দশমিক ৯৫ শতাংশ) ও নারী এক হাজার ৩৫৭ জন (২২ দশমিক ০৫ শতাংশ)।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৫ জনের মধ্যে বিশোর্ধ্ব দু্ইজন, চল্লিশোর্ধ্ব তিনজন, পঞ্চাশোর্ধ্ব নয়জন এবং ষাটোর্ধ্ব ১১ জন রয়েছেন। মারা যাওয়া ২৫ জনের মধ্যে ১৬ জন পুরুষ ও ৯ জন নারী। এদের মধ্যে ২৪ জন হাসপাতালে এবং একজন বাড়িতে মারা গেছেন।
বিভাগ অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৫ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৫ জন, চট্টগ্রামে পাঁচজন, বরিশালে একজন, সিলেটে তিনজন এবং ময়মনসিংহ বিভাগের একজন রয়েছেন।
The post দেশে ২৪ ঘন্টায় মৃত্যু আরও ২৫; শনাক্ত ১৬৮১ appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/35IG1hk
No comments:
Post a Comment