আন্তর্জাতিক ডেস্ক:
অনিশ্চিত অর্থনীতির দোহাই দিয়ে ১৮ হাজার কর্মী ছাঁটাই করার কথা ঘোষণা দিয়েছে অ্যামাজন।
বুধবার প্রতিষ্ঠানটি এমন ঘোষণা দেয়।
অ্যামাজনের সিইও অ্যান্ডি জেসি বলেছেন, ‘আমরা জানি, ছাঁটাই হওয়া কর্মীদের জীবন কতটা কঠিন হয়ে যায়। আমরাও বিষয়টি হালকাভাবে নিচ্ছি না।’
করোনাকালে চাহিদা সামলাতে দ্রুত প্রচুর কর্মী নিয়োগ করেছিল অ্যামাজন। এর আগে নভেম্বরে তারা ১০ হাজার কর্মী ছাঁটাই করে। এবার করছে ১৮ হাজার।
অ্যামাজনের সিইও বলেছেন, ‘নভেম্বরের পর এবার আমরা আরো ১৮ হাজার কর্মীকে ছাঁটাই করছি। প্রতিটি কর্মীকে আমরা প্যাকেজ দিচ্ছি। সেপারেশন পেমেন্ট যেমন করা হবে, তেমনই তারা যাতে স্বাস্থ্যবিমার সুযোগ পান, সেটাও দেখা হবে। অন্য চাকরি পাওয়ার ক্ষেত্রেও তাদের সাহায্য করা হবে।’
জেসি জানিয়েছেন, ১৮ জানুয়ারি থেকে ছাঁটাই শুরু হবে। এর মধ্যে ইউরোপে কিছু ছাঁটাই হবে। তিনি জানিয়েছেন, তাদের এক সহযোগী খবরটা ফাঁস করে দেয়ায় তারা হঠাৎ এই ঘোষণা করতে বাধ্য হচ্ছেন।
জেসি বলেছেন, ‘অতীতেও অ্যামাজন অনিশ্চিত অর্থনীতির চ্যালেঞ্জ অতিক্রম করেছে। এবারো করবে।’
অ্যামাজন ২০২০ থেকে ২০২২ পর্যন্ত প্রচুর কর্মী নিয়োগ করেছিল। বিশ্বজুড়ে তাদের কর্মীর সংখ্যা দ্বিগুণ হয়ে যায়। গত সেপ্টেম্বরের হিসাব অনুযায়ী, অ্যামাজনের কর্মীসংখ্যা ছিল ১৫ লাখ ৪০ হাজার। এর মধ্যে উৎসবের সময় কয়েকমাসের জন্য যে অতিরিক্ত কর্মী নিয়োগ করা হয়, তা ধরা হয়নি।
সূত্র : ডয়েচে ভেলে
The post আরও ১৮ হাজার কর্মী ছাঁটাই করবে অ্যামাজন appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/iab1gMG
No comments:
Post a Comment