Monday, September 12, 2022

দাখিল পরীক্ষায় আরবি বাদ : আলিয়ায় ধর্মীয় শিক্ষার গুরুত্ব কমছে

রাকিবুল হাসান নাঈম:

সারাদেশে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ২০২২ সালের এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষা। এবার পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী ২ ঘণ্টার। এর মধ্যে এমসিকিউ ২০ মিনিট, লিখিত ১ ঘণ্টা ৪০ মিনিট। তবে এবার দাখিল পরীক্ষায় আরবি প্রথম, দ্বিতীয় পত্র এবং আকাইদ ও ফিকহের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের পরীক্ষা নেয়া হচ্ছে না এবং এই বিষয়গুলো সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে মূল্যায়ন করা হবে। সংশ্লিষ্টগণ বলছেন, এ বিষয়গুলোতেই ছাত্ররা সবচে বেশি ফেল করে। করোনার কারণে ক্লাস ব্যহত হওয়ায় এবার ফেলের সম্ভাবনা আরও বেড়েছে। ফলে বাদ দেয়া হয়েছে বিষয়গুলো।

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো: কামাল উদ্দীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে জানা যায়, এ বছর মাদ্রাসা শিক্ষা বোর্ডের সাধারণ বিভাগের আরবি প্রথম ও দ্বিতীয় পত্র, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিজ্ঞান বিভাগের আকাইদ ও ফিকহ এবং মুজাব্বিদ এ হিফজুল কুরআন বিভাগে যথাক্রমে কিরআতে তারতিল ও হাদর (মৌখিক), হিফজুল কুরআন দাওর ( মৌখিক) এর নম্বর সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে মূল্যায়ন করা হবে। অর্থাৎ এই বিষয়গুলোর পরীক্ষা সরাসরি অনুষ্ঠিত হবে না।

বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে আরবি শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাদের মাঝে। কেউ বলছেন, সিলেবাস সংক্ষিপ্ত করতে গিয়ে আরবিগুলো বাদ না দিয়ে অন্য বিষয় বাদ দেয়া যেতো। কেউ মনে করছেন, আরবি বাদ দেয়াই বরং ভালো হয়েছে। ছাত্রদের জন্য সুবিধা হয়েছে।

মন্ত্রণালয়ের সিদ্ধান্ত

এ প্রসঙ্গে কথা হয় দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার আরবি বিভাগের প্রভাষক মাওলানা মুহাম্মাদ ফরীদের সঙ্গে। দাখিলের গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাদ দেয়ায় তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘এটা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। মানতে তো হবেই। আমাদের কিছু করার নেই।’

তবে আরবি পরীক্ষা হলেও ছাত্ররা যে খুব ভালো পরীক্ষা দিতে পারে, তেমন না। বিষয়টি উল্লেখ করে এই প্রভাষক বলেন, ‘আরবির পরীক্ষা যেভাবে নেয়া হয়, ছাত্ররা খুব ভালো পরীক্ষা দিতে পারে না। আমরা নিজেরা খুব খেটেখুটে পড়াই, সিলেবাসের বাইরেও অনেককিছু পড়াই। ফলে ছাত্ররা কিছুটা ভালো রেজাল্ট করতে পারে।’

আরবি বাদ দেয়ার বিষয়টি মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বলে জানিয়েছেন মাদরাসা শিক্ষাবোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ মোঃ ফেরদাউছুর রহমান। তিনি ফাতেহকে বলেন, ‘এটা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে, কোন বিষয়ে পরীক্ষা হবে, কোন বিষয়ে পরীক্ষা হবে না।’

আলিয়া কর্তৃপক্ষের পরামর্শেই আরবি বাদ

তবে আলিয়া কর্তৃপক্ষের পরামর্শেই আরবি বাদ দেয়া হয়েছে বলে জানিয়েছেন মাদরাসা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ড. মােঃ হােসাইন মাহমুদ ফারুক। ফাতেহের সঙ্গে আলাপকালে তিনি জানান, ‘এবার এসএসসি পরীক্ষা হবার কথা দশদিন। শিক্ষামন্ত্রীর সিদ্ধান্ত হলো, দাখিল পরীক্ষাও হবে দশদিন। কিন্তু দাখিলে তো সর্বমোট বিষয় ১৩টি। দশদিনে তো পরীক্ষা সম্ভব না। মন্ত্রী বললেন, আমরা পরামর্শ করে জানাতে, কোন তিনটি বিষয় বাদ দেয়া হবে। আমরা ঢাকায় বিভিন্ন মাদরাসার শিক্ষকদের নিয়ে কনফারেন্স করলাম। তাদের কাছে পরামর্শ চাইলাম কী করা যায়। তাদের সঙ্গে পরামর্শ করেই আরবি বাদ দেয়া হয়েছে।’

আরবি বিষয়গুলো কোন যুক্তিতে বাদ দেয়া হয়েছে জানতে চাইলে প্রতিবেদককে তিনি বলেন, ‘শিক্ষকরা বলেছেন, এ বিষয়গুলোতে ছাত্ররা বেশি ফেল করে। করোনার প্রকোপে এবার ক্লাস না হবার কারণে ফেলের হার আরও বাড়তে পারে। তাই বিষয় যেহেতু কমাতে হবেই, তাই কঠিন বিষয়গুলো কমানো হয়েছে। দিনব্যাপী কনফারেন্সের পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। মন্ত্রীও অনুমোদন দিয়েছেন।’

উল্লেখ্য, কেবল মাদ্রাসা বোর্ডের দাখিল পরীক্ষাই নয়, সাধারণ শিক্ষা বোর্ডেও বিষয় কমিয়ে এসএসসি পরীক্ষায় আইসিটি, ধর্মীয় শিক্ষা, বাংলাদেশ ও বিশ্বপরিচয় পরীক্ষা নেয়া হচ্ছে না। শিক্ষাবোর্ড জানিয়েছে, কোভিড-১৯ এর প্রেক্ষিতে পাঠদান ব্যাহত হওয়ায় শিক্ষার্থীদের সুবিধার্থে পরীক্ষার নম্বর ও কিছু বিষয়ে পরীক্ষা না নিয়ে তার পরিবর্তে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে মূল্যায়ন করে বিষয় সংখ্যা কমিয়ে আনা হয়েছে। গত বছর পরীক্ষার বিষয় সংখ্যা আরো কম ছিলো।

The post দাখিল পরীক্ষায় আরবি বাদ : আলিয়ায় ধর্মীয় শিক্ষার গুরুত্ব কমছে appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/fgLGHu2

No comments:

Post a Comment