ফাতেহ ডেস্ক:
করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের বিএ.৫ সাব-ভ্যারিয়েন্টে ঢাকার বাসিন্দারা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআর,বি)। মঙ্গলবার (৫ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আইসিডিডিআরবি।
আইসিডিডিআর,বি বলছে, গত ১৯ মে ঢাকায় প্রথম সন্দেহভাজন ওমিক্রন সাব-ভ্যারিয়েন্ট বিএ.৫ শনাক্ত হয়। এরপর গত প্রায় ছয় সপ্তাহে উপ-ধরনটি সবচেয়ে বেশি সংক্রমণ ঘটিয়েছে ঢাকায়। এ সময়ের মধ্যে সম্পূর্ণ জিনোম সিকোয়েন্সিং ব্যবহার করে ৫২টি কোভিড-১৯ পজিটিভের মধ্যে ৫১টি বিএ.৫ সাব-ভ্যারিয়েন্ট এবং একটি বিএ.২ হিসেবে শনাক্ত করা হয়েছিল।
আইসিডিডিআর,বি আরও জানায়, ওমিক্রনের বিএ.৪ ও বিএ.৫ সাব-ভ্যারিয়েন্ট দ্রুত বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। এটি সংক্রমণ বাড়াচ্ছে। দেশে গত ১৪ মে থেকে ২৪ জুন ছয় সপ্তাহ বি এ .৫ সাব ভ্যারিয়েন্ট সবচেয়ে বেশি সক্রিয় ছিল। সক্রিয় এই সাব ভ্যারিয়েন্ট অন্য যেকোনও ভ্যারিয়েন্টের চেয়ে বেশি সক্রিয়। যদিও বি এ ৫ দ্বারা আক্রান্ত ব্যক্তির অসুস্থতার তীব্রতা কম।
The post ঢাকায় ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট বি এ.৫ সক্রিয় appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/C5JvtfS
No comments:
Post a Comment