ফাতেহ ডেস্ক:
কওমী মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকদের করোনার টিকা দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আল-হাইআতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ। একই সঙ্গে কওমি মাদ্রাসা খুলে দেওয়ার দাবি জানিয়েছে কওমি মাদ্রাসার সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থা।
সোমবার (৩০ আগস্ট) এর সভাপতি আল্লামা মাহমুদুল হাসানে সভাপতিত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির সভা থেকে এ আহ্বান জানানো হয়েছে।
বিৃবিতিতে বলা হয়, কওমি মাদরাসাগুলো বন্ধ থাকার কারণে বহু এতিম-গরীব ছাত্র অনাহারে কষ্ট পাচ্ছে। বহু ছাত্র ঝড়ে যাচ্ছে। হেফজখানা ও মক্তবের ছাত্রদের কুরআন তেলাওয়াত, শেষরাতের রোনাজারি, যিকির ও দু‘আ সব বন্ধ। সভায় সরকারের নিকট কওমি মাদরাসা অতিদ্রুত খুলে দিয়ে ছাত্রদের শিক্ষাজীবন ধ্বংস হওয়ার হাত থেকে বাঁচানোর অনুরোধ জানানো হয়।
The post টিকা চান কওমী মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/3kHUjWM
No comments:
Post a Comment