Saturday, January 2, 2021

পাবলিক প্লেসে খাবার-পানীয় গ্রহণ করলেই ১০০০ রিয়াল জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক:

সৌদি আরবে সাধারণ জনগণের চলাচলের জায়গায় কোনো রকমের খাদ্য কিংবা পানীয় গ্রহণ করলে ১০০০ রিয়াল জরিমানা করা হবে। গতকাল শনিবার (২ জানুয়ারি) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাস্তাঘাটে একসঙ্গে দুজনের বেশি চলাফেরা করা যাবে না। এছাড়া দেশটির স্বাস্থ্যবিধি না মানলে প্রবাসী কিংবা স্থানীয় নাগরিক জরিমানার আওতায় পড়বে।

এদিকে অযথা রাস্তায় হাঁটাহাঁটি কিংবা পানি পান না করতে প্রবাসীদের আহ্বান জানিয়েছেন দেশটির বাংলাদেশি কমিউনিটির নেতাকর্মীরা।

উল্লেখ্য, আজ রোববার থেকে সাগর, স্থল ও আকাশপথে ফের সৌদি আরবে প্রবেশ করা যাবে বলে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা (এসপিএ) জানিয়েছে। গত মাসে যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকাসহ কয়েকটি দেশে করোনাভাইরাসে নতুন একটি ধরন ছড়িয়ে পড়ার পর গত মাসে এ নিষেধাজ্ঞা আরোপ করেছিল দেশটি। দুই সপ্তাহ পার হওয়ার পর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হল।

প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও করোনাভাইরাসজনিত কিছু বিধিনিষেধ বজায় রাখা হয়েছে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন। তিনি জানান, যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকাসহ যেসব দেশে করোনাভাইরাসের নতুন ধরনটি ছড়িয়েছে সেসব দেশের নাগরিকদের সৌদি আরবে প্রবেশের আগে অন্তত ১৪ দিন ওই দেশগুলোর বাইরে অবস্থান করতে বলা হয়েছে।

The post পাবলিক প্লেসে খাবার-পানীয় গ্রহণ করলেই ১০০০ রিয়াল জরিমানা appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3rReQef

No comments:

Post a Comment