Wednesday, June 10, 2020

হজ নিয়ে সৌদি নির্দেশনা মতো ঢাকার সিদ্ধান্ত শিগগিরই

ফাতেহ ডেস্ক:

করোনা মহামারির কারণে এ বছর সীমিত সংখ্যক মুসল্লিকে নিয়ে হজ পালনের পরিকল্পনা করছে সৌদি আরব। এই প্রেক্ষাপটে ধর্ম প্রতিমন্ত্রীসহ বাংলাদেশ সরকারের সংশ্লিষ্টরা গণমাধ্যমকে জানিয়েছেন, সৌদি সরকারের নির্দেশনা মতো দ্রুতই ঢাকা এ বিষয়ে নিজেদের সিদ্ধান্ত জানাবে।

ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ আশা করছেন ১৫ ই জুনের মধ্যে রিয়াদের সিদ্ধান্ত অফিসিয়ালি পাওয়া যাবে।

তিনি বলেন, যদি পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত হজ আয়োজন না হয় তাহলে এবারে যারা রেজিস্ট্রেশন করেছেন কভিড-১৯ পরবর্তী সময়ে তারা অগ্রাধিকার পাবেন।

সীমিত সংখ্যকদের নিয়ে হজ হয় তবে কিভাবে বাংলাদেশ অংশ নেবে জানতে চাইলে তিনি বলেন, সেটা প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত হবে। তবে দ্রুতই ঢাকার সিদ্ধান্ত জানানো হবে।

উল্লেখ্য, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরের মুসলমানরা এ বছর হজে যাবে না বলে জানিয়েছেন। তবে ভারত ও পাকিস্তান এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি।

আগামী ৩০ শে জুলাই ৯ই জিলহজ দুনিয়াতে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে জমায়েত হজের আনুষ্ঠানিকতা শুরুর কথা।

-এ

The post হজ নিয়ে সৌদি নির্দেশনা মতো ঢাকার সিদ্ধান্ত শিগগিরই appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3h9JsT0

No comments:

Post a Comment