Tuesday, June 9, 2020

করোনায় আরো ২ রোহিঙ্গার মৃত্যু

ফাতেহ ডেস্ক:

কক্সবাজারে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুই রোহিঙ্গার মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে করোনাভাইরাসে তিন রোহিঙ্গা মৃত্যুবরণ করলেন। মঙ্গলবার মৃত্যুবরণকারীদের একজন উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প -১০ এর বাসিন্দা (৫৮)। অপরজন সাত নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা (৭০)। তাদের বিস্তারিত জানা যায়নি।

আজ মঙ্গলবার এ সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজারস্থ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন (আরআরআরসি) কার্যালয়ের প্রধান স্বাস্থ্য সমন্বয়কারী ডা.আবু তোহা এম আর এইচ ভূঁইয়া।

তিনি জানান, করোনায় দুজনের মৃত্যূ ছাড়াও গত ২৪ ঘণ্টায় আরো পাঁচ রোহিঙ্গার করোনা পজিটিভ ধরা পড়েছে।

কক্সবাজার মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, মঙ্গলবার পিসিআর ল্যাবে আরো ৫ রোহিঙ্গার করোনা পজিটিভ আসে। তারা হলেন, ক্যাম্প-৮ই ব্লক ৩৭ এর ছকিনা খাতুন(৩৭), ক্যাম্প-১০ ব্লক-এফ ২০ এর সৈয়দ আলম (৭০), ক্যাম্প-১২ ব্লক-জি ৬০ এর আবুল ফয়েজ (৫৩), ক্যাম্প-৬ ব্লক-ই ৩ এর এস এ হামিদুর রহমান(২৮) এবং ক্যাম্প-৭ ব্লক-এ ১ এর ইসমত আরা(১৮)।

এ নিয়ে মঙ্গলবার পর্যন্ত ৩৫ রোহিঙ্গা করোনা পজিটিভ হয়েছেন এবং ২ জন সুস্থ রয়েছে। মারা গেছেন ৩ জন। আর রোহিঙ্গা আইসোলেশন ইউনিটে ৩০ জনের অধিক ভর্তি রয়েছেন।

মিয়ানমারের সেনাদের অভিযান থেকে প্রাণে বাঁচতে দেশটির রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে পালিয়ে আসা ১১ লাখেরও বেশি রোহিঙ্গা কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় শরণার্থী শিবিরে বসবাস করছেন।

-এ

The post করোনায় আরো ২ রোহিঙ্গার মৃত্যু appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2AXqLRG

No comments:

Post a Comment