ফাতেহ ডেস্ক:
চব্বিশ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৭ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে রেকর্ড ৩ হাজার ১৯০ জনের শরীরে।
বাংলাদেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলার পর বুধবার সকাল আটটা পর্যন্ত মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৭৪ হাজার ৮৬৫ জন।
আক্রান্তদের মধ্যে মৃত্যু দাঁড়িয়েছে ১ হাজার ১২ জনে। চব্বিশ ঘণ্টায় ৫৬৩ জনসহ মোট সুস্থ মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৮৯৯ জন।
দেশে এর আগে একদিনে করোনাভাইরাস শনাক্তের রেকর্ড হয়েছিল ৯ জুন, ৩ হাজার ১৭১ জন।
সবশেষ তথ্যানুযায়ী, দেশে করোভাইরাসের নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৯.৯৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৫ শতাংশ এবং সুস্থহার হার ২১.২৪ শতাংশ।
দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে বুধবার দুপুরে এসব হালনাগাদ তথ্য তুলে ধরেন অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
-এ
The post দেশে একদিনে মৃত্যু ৩৭, আক্রান্ত রেকর্ড ৩১৯০ appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/2XP4kHG
No comments:
Post a Comment