ফাতেহ ডেস্ক
দেশের সব বিভাগে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় আরো নতুন এলাকা লকডাউন করেছে প্রশাসন। রোগী সনাক্ত হওয়ায় নতুন করে চারটি জেলাকে লকডাউন করেছে প্রশাসন। এগুলো হল- বরিশাল, লক্ষ্মীপুর, মুন্সীগঞ্জ ও সুনামগঞ্জ। এনিয়ে ৩৪ জেলা লকডাউন করা হলো।
এসব জেলায় কাউকে প্রবেশ ও বের হতে দিচ্ছে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সচেতনা তৈরি ও মানুষের ঘরে থাকা নিশ্চিত করতে কঠোর অবস্থানে স্থানীয় প্রশাসন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি টহল জোরদার করেছে সেনাবাহিনী। তবে, পণ্যবাহী পরিবহন ও জরুরী সেবা এই নির্দেশনার বাইরে থাকবে।
এদিকে, দেশে গত একদিনে (১২ এপ্রিল) আরো ১৩৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে সারাদেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬২১ জনে। এছাড়া আক্রান্তদের মধ্যে আরো চারজন মারা গেছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৪ জনে।
-এ
The post করোনা রোধে দেশের ৩৪ জেলা লকডাউন appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/2Vjmxuo
No comments:
Post a Comment